কেশবপুর চারম্নপীঠ আর্ট স্কুল বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন করতে নানা উদ্যোগ নিয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষে শহরের আল আমিন মডেল একাডেমির হলরম্নমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওই সভা থেকে বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন করতে ২ দিনব্যাপী শিশুদের নিয়ে চিত্রাংকন উৎসব, কবিতা আবৃত্তি, কম্বল বিতরণ ও সম্মাননা স্মারক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কেশবপুর চারম্নপীঠ আর্ট স্কুলের সহ-সভাপতি সাহা বৈদ্য নাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, সংগঠনের পরিচালক উৎপল দে, সহকারী পরিচালক মৌসুমী সরকার, অভিভাবক শুভংকর বিশ্বাস, মনজুরম্নল ইসলাম ডবলু, প্রদীপ সিংহ, মৌসুমী আক্তার, শারমিন আক্তার, শর্মী পাল, তাপসী মুখার্জী, শিক্ষার্থী জয় ধর, নিলয় বসু প্রমুখ।