কেশবপুরে ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে ১০ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে ৪ জন বর্তমান ইউপি চেয়ারম্যান রয়েছেন। সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মঙ্গলকোট ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন, সহসভাপতি সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সদস্য সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম, ত্রিমোহিনী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য চেয়ারম্যান প্রার্থী এস এম মনজুর রহমান, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য চেয়ারম্যান প্রার্থী উত্তম ঘোষ, ত্রিমোহিনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম খান সুজন ও গৌরিঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান।উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস রুহল আমীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করায় আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক তাদেরকে সংগঠনের সকল পদ থেকে চিরতরে বহিষ্কার করা হয়।বহিষ্কৃতদের মধ্যে কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত ও আনিছুর রহমান নৌকা প্রতীক নিয়ে এবং মনোয়ার হোসেন ও আমজাদ হোসেন বিদ্রোহী প্রার্থী হয়ে গতবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।