কেশবপুরে বড়দিন উদযাপন উপলক্ষে উপজেলার ২৯টি চার্চের অনুক‚লে অনুদান হিসেবে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় প্রত্যেক চার্চে ৫০০ কেজি করে চাল অনুদান দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষে অনুদান বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, শহরের কালভেরী ব্যাপিস্ট চার্চের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস প্রমুখ।উপজেলার ২৯টি চার্চের অনুক‚লে ৫০০ কেজি করে চালের অনুদান পত্র বিতরণ শেষে প্রাক বড়দিনের কেক কাটা হয়।