কেশবপুর উপজেলার ভালুকঘর আজিজিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার ম্যানেজিং অভিভাবক সদস্য নির্বাচন বুধবার শান্ত্মিপুর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে শুরম্ন করে বিকাল ৪টা পর্যন্ত্ম বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহন।
এই নির্বাচনে আইনশৃংখলা বাহিনী ও ভোটার অভিভাবকদের স্বতঃস্পুর্ত উপস্থিতি লÿ্য করা গেছে। মোট ৩৭৮ ভোটারের মধ্যে ২৯১ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৫টি ভোট বাতিল বলে গণ্য করা হয়। এই নির্বাচনে ২টি প্যানেলে মোট ৬জন অভিভাবক প্রতিদন্দ্বিতা করেন। এর মধ্যে ২৬৫ ভোট পেয়ে হায়দার আলী প্রথম অভিভাবক সদস্য নির্বাচিত হন। ২২০ ভোট পেয়ে দ্বিতীয় অভিভাবক সদস্য নির্বাচিত হয় মোঃ মঞ্জুর রহমান ও ২০৫ ভোট পেয়ে তৃতীয় অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন রেজাউল করিম। তাদের নিকটতম প্রতিদন্দ্বী আলমগীর হোসেন পেয়েছেন ২৭ ভোট, সোহরাব হোসেন পেয়েছেন ২৫ ভোট ও আঃ আজিজ পেয়েছেন ১৯ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন ওহাবুজ্জামান ঝন্টু। এছাড়াও সার্বিক দ্বায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ আজগর আলী।