কেশবপুর উপজেলার ৩ নং মজিদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান ও যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক। মঙ্গলবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন মোঃ আব্দুর রাহমান ও যুগ্ম আহ্বায়ক মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ।
অন্য যুগ্ম আহ্বায়করা হলেন মোঃ ইব্রাহিম হোসেন(লক্সীনাথকাঠি),শহীদুজ্জামান সাইদ(বাগদা),রবিউল আলম রবি(আটন্ডা),হাবিবুর রহমান হাজী(শ্রীফলা) আবু সাঈদ(মজিদপুর),আব্দুল লতিফ(প্রতাপপুর),মোহাম্মদ ্আলী(দেউলী), মোজাফ্ফর হোসেন(মজিদপুর),সম্মাণীত সদস্য সদস্যূ আব্দুর রাজ্জাক,আলাউদ্দিন মোড়ল, ও রেজাউল ইসলাম। সদস্যরা হলেন ফজলু রহমান মেম্বার,আসাদুজ্জামান,লুৎফর রহমান উত্থান,জামাল উদ্দিন মোড়ল,আজাহারম্নল ইসলাম,রফিকুল ইসলাম,মোঃ শাহাবুদ্দিন, আলাউদ্দিন,রম্নহুল গাজী,রবিউল ইসলাম, শহীদুল ইসলাম মনা, মোকারম হোসেন, মোকাম পারভেজ, হাীপজুর রহমান, বিলস্নাল হোসেন, মোছা হাবিবা খাতুন হাসান, রাশিদা বেগম রবিউল, সাফিয়া বেগম সামসুর।