গত ৫ জানুয়ারী কেশবপুর উপজেলার ৩ নং মজিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ কে ফুলের সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাগদাহ গ্রামবাসীর আয়োজনে বাগদাহ মাঝের পাড়ায় এ ফুলের সংবর্ধনা অনু্ষ্ঠিত হয়। আলাউদ্দিন মোড়লের সভাপতিত্বে ও ফরিদুজ্জামানের পরিচালনায় ফুলের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নব নির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ। এছাড়া বক্তব্য রাখেন,আবুল কাশেম সরদার, সাঈদুজ্জামান সাঈদ,লুৎফর মোড়ল,আজিজুল হাকিম,মাওলানা আব্দুল হামিদ,আব্দুর বারিকআব্দুল হামিদ,মামুন রশিদ হিরন,রাসেল হোসেন,শান্ত হোসেন, এনামুল হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, বাগদাহ গ্রামবাসীর সকল শ্রেণির পেশার মানুষ।