কেশবপুর উপজেলা প্রশাসন আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।এ উপলক্ষে অনুষ্ঠিত কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পাতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা ও বয়স্ক ব্যাক্তিদের বিনামূল্যে রক্তের সুগার পরীক্ষা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নয়তমানের খাদ্য পরিবেশন, মহিলাদের ক্রীড়া প্রীতি ফুটবল,প্রবীণদের হাটা ও কাবাডী প্রতিযোগিতা, প্ররস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার শোভা রায়ের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি wn‡m‡e বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি wn‡m‡e বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান,থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রমুখ। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।