কেশবপুরে মাটি কেটে সরকারি রাস্তা নষ্ট করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে উপজেলার পাঁচারই স্কুলের পাশের খাল থেকে স্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটার সময় সরকারি রাস্তা নষ্ট করা হচ্ছিল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে সরকারি রাস্তা নষ্ট করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে পাবনা জেলার হাবিবুর রহমান নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান বলেন, স্কেভেটর মেশিন দিয়ে মাটি কেটে সরকারি রাস্তা নষ্ট করা অপরাধে ওই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। আগামীতে এ ধরনের কাজ করবে না মর্মে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
শিরোনাম :
কেশবপুরে মাটি কেটে সরকারি রাস্তা নষ্ট করায় জরিমানা
-
আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি - Update Time : ১২:২০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- ৪৬৬ Time View
Tag :
Popular Post













