কেশবপুরে মেসার্স সাওদা মটরস্ শোরম্নম উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে শহরের হাসপাতাল সড়কে প্রাণীসম্পদ অধিদপ্তরের সামনে মেসার্স সাওদা মটরস্ শোরম্নমের উদ্ধোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে আলহাজ্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সিরাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, আলহাজ্ব রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আলমগীর সিদ্দিক (টিটো), রেজাউল ইসলাম, আব্দুল ওয়াদুদ, ইমদাদুল হক মিলন, রফিকুল ইসলাম, ইকবাল হোসেন বাদশাসহ বিভিন্ন ব্যবসায়ীসহ সকল শ্রেণির পেশার মানুষ। উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রথম ক্রেতা হিসেবে মামুনুর রশিদ নামে এক ব্যক্তি এক লক্ষ ৭৪ হাজার টাকায় একটি পালসার মটরসাইকেল ক্রয় করেন।