পড়াশোনা শেষ শেষ করে দেব জ্যোতি কুন্ডু (২৭) নামে এক যুবক এক বছর পূর্বে কেশবপুর থানার মোড়ে একটি মোবাইল বিক্রির দোকান করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু তার স্বপ্নে বাধ সাধলো চোরে। রাতের বেলায় ওই দোকানে চোর ঢুকে নামিদামি বিভিন্ন ব্রান্ডের ৫১টি মোবাইল চুরি করে নিয়ে যায়।
থানা প্রাচীরের পাশেই এমন দুঃসাহসিক চুরির ঘটনায় ওই এলাকার ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। সিসিটিভির ফুটেজে একজন যুবককে মোবাইল চুরি করে নিয়ে যেতে দেখা গেলেও তাকে শনাক্ত করতে পারেনি পুলিশ। ঘটনা উল্লেখ করে শনিবার বিকেলে দেব জ্যোতি কুন্ডু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ ও দোকানের পরিচালক সূত্রে জানা গেছে, কেশবপুর থানার মোড়ে শহরের সাধন কুন্ডুর ছেলে দেব জ্যোতি কুন্ডুর মোবাইল বাজার নামে একটি মোবাইলের দোকান রয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ৩ জন কর্মচারীকে নিয়ে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। ওই দোকানে তখন বিভিন্ন ব্রান্ডের অ্যান্ড্রোয়েডসহ প্রায় ৩শ’টি মোবাইল ছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১০টা ৫৬ মিনিটে এক যুবক টিশার্ট ও প্যান্ট পরে রশি ঝুলিয়ে ওই দোকানে একটি ব্যাগ নিয়ে ঢোকে। এ সময় মুখে মাস্ক পরিহিত অজ্ঞাত ওই যুবক বেছে বেছে নামিদামি বিভিন্ন ব্রান্ডের ৫১টি মোবাইল চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। শুক্রবার সকালে দোকান খুলে কর্মচারীরা দোকানের মালামাল এলোমেলো ও টাইলসের উপর একটি প্লায়াস দেখতে পাই। পরে চুরির কাজে ব্যবহৃত লক কাটার, হ্যান্ড কাটার ও ফ্লাট ড্রাইভার পাওয়া যায়।মোবাইল বাজারের পরিচালক দেব জ্যোতি কুন্ডু বলেন, দোকানের উপর থেকে টিন, রড ও সিলিং কেটে চোরেরা প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৫১টি দামি মোবাইল নিয়ে গেছে। এছাড়া ক্যাশ থেকেও প্রায় ১০ হাজার টাকা নিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে এ দোকানটি করেছিলাম। আমি এখন মানসিকভাবে ভেঙ্গে পড়েছি। এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক হাসান মাহমুদ বলেন, ডিউটিরত অবস্থায় ঘটনাটি শুনে ওই দোকানে গিয়েছিলাম। মোবাইল চুরির বিষয়টি যশোর জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।