কেশবপুরে রামচন্দ্রপুর পাঁচপীর দরগাহ মহিলা দাখিল মাদ্রাসার ২০২১ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কেশবপুর উপজেলার রামচন্দ্রপুর পাঁচপীর দরগাহ মহিলা দাখিল মাদ্রারসা ২০২১ সালের পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মাদ্রারসা শ্রেণীকক্ষে মাদ্রারসা ভারপ্রাপ্ত সুপার মাওলানা ওলিয়ার রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শহিদুল ইসলামের পরিচালনায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মাদ্রারসা ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম। সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষিকা নাজমা খাতুন,ম্যানেজিং কমিটির সদস্য সোলাইমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন,মাদ্রাসার শিক্ষক,শিক্ষিকা,কর্মচারীবৃন্দ,ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দসহ মাদ্রাসার শিক্ষার্থীরা।আলোচনা সভা শেষে ২০২১ সালের পরিক্ষার্থীদের বিদায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা গোলাম মোস্তফা।