কেশবপুর শহরের আল-আমিন মডেল একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানের নির্বাহি পরিচালক আব্দুল গফুর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, অধ্যাপক মশিউর রহমান। বিদ্যালয়ের অধ্যক্ষ সুমন দাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, অধ্যক্ষ জাকির হোসেন, মনোজ হালদার, পলাশ সিংহ, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান, সৈয়দ আকমল আলী, সাহা বৈদ্যনাথ প্রমুখ।