কেশবপুরে ৫০তম স্কুল-মাদ্রাসার শীতকালীন খেলাধুলা শুরু হয়েছে। রোববার উপজেলার ৪টি ভ্যানুতে এ খেলাধুলায় ১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নেয়। ভ্যানুগুলো হলো- কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, পাঁজিয়া কালিবাড়ি মাঠ, গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয় ও তেঘরি মাধ্যমিক বিদ্যালয়। প্রতিটি ভ্যানুতেই সুষ্ঠুভাবে খেলাধুলা সম্পন্ন করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম দিকনির্দেশনা দেন।
কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভ্যানুতে সকাল ১০টায় খেলাধুলার উদ্বোধন করেন অধ্যক্ষ মো. আছাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর সরকার। এ ভ্যানুতে খেলাধুলা পরিচালনা করেন, শিক্ষক নূরুল ইসলাম খান, রমেশ চন্দ্র, তজিবার রহমান, আরজান আলী, শওকত হোসেন, অভিজিৎ মন্ডল প্রমুখ। ক্রিকেট, ভলিবল, হকি, ব্যাটমিন্টন, দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, চাকতি, গোলক, বর্শা নিক্ষেপসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নেয় ৭২টি স্কুল ও ৫২টি মাদ্রাসার শিক্ষার্থীরা।