কেশবপুরে সন্ধানী বীমার উন্নয়ন সভা অনুষ্ঠিত – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

কেশবপুরে সন্ধানী বীমার উন্নয়ন সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৫, ২০২২

সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পনী লিমিেিটড এর কেশবপুর ইনচার্জ অফিসে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সন্ধাণী বীমার ভাইস প্রেসিডেন্ট জয়নাল আবেদীন জুলু।
মঙ্গলবার সকালে অফিসের হিসাব রÿক অশোক বসুর সঞ্চালনায় অফিস ইনচার্জ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবত্তী প্রমুখ। এছাড়া বক্তব্য রাখেন,ব্যবস্থাপক প্রভাত মলিস্নক,হযরত আলী,বীমার কর্মী তানিয়া সুলতানা,সাবিনা ইয়াসমিন প্রমুখ। প্রধান অতিথি সকল উন্নয়নকর্মীকে আন্ত্মরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

error: Content is protected !!