কেশবপুরে সরকারি নির্দেশনা অমান্য করায় দুই ব্যবসায়ীসহ ৩ ব্যক্তিকে জরিমানা – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

কেশবপুরে সরকারি নির্দেশনা অমান্য করায় দুই ব্যবসায়ীসহ ৩ ব্যক্তিকে জরিমানা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৫, ২০২২

কেশবপুরে সরকারি নির্দেশনা না মানায় শনিবার সকালে দুই ব্যবসায়ীসহ ৩ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসজনিত রোগের ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাবে সরকারি নির্দেশনা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করায় শহরের মধুসড়কের ব্যবসায়ী মহিউদ্দিনকে ১ হাজার, ব্যবসায়ী ইকরামুল হোসেনকে ১ হাজার ও শহরের ত্রিমোহিনী মোড় থেকে বাস চালক হাবিবুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

error: Content is protected !!