কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত শামছুন্নাহার লিলির নির্বাচন পরবর্তী আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাতবাড়িয়া ইউনিয়নের নৌকা প্রতীকের নির্বাচনী পরিচালনা কমিটির আয়োজনে বুধবার সন্ধ্যায় সাতবাড়িয়া বাজারে আওয়ামী লীগ নেতা মশিয়ার রহমান গাইনের সভাপতিত্বে ও বাপ্পি ঠাকুরের পরিচালনায় কর্মী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন, ৯ নং গৌরিঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এছাড়া বক্তব্য রাখেন,ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মশিয়ার রহমান দফাদার, আকবার আলী, যুবলীগ নেতা মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা শাহীন রেজা,ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নওশের আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ সভাপতি এ্যাডঃ রফিকুল ইসলাম পিটু,পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ এবাদাত সিদ্দিক বিপুল, দপ্তর সম্পাদক মফিজুর রহমান,৮ নং সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি,সামছুন্নাহার লিলি, নব-নির্বাচিত চেয়ারম্যান তৌহিদুজ্জামান, নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, নব-নির্বাচিত চেয়ারম্যান জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেনসহ উপজেলা,পৌর,ইউনিয়ন,ওয়ার্ড,আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ,শ্রমিক লীগ, কৃষক লীগ,যুব মহিলা লীগ,স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাতবাড়িয়া ইউনিয়নের নৌকা প্রতীকের নির্বাচনী পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা।