গণপ্রজাতন্ত্রী বাংংলাদেশ সরকারের কেশবপুর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে পারিশ্রমিকের বিনিময়ে দলিল লেখাসহ বিভিন্ন কাজ করেন ১১০ জন বলে সরেজমিনে গিয়ে দেখা গেছে। সেখানে জমি দলিলের কার্যক্রম চলছে খুব সুন্দর পরিবেশে বলে জমি দলিল করতে আসা ব্যক্তিরা জানিয়েছেন।
বুধবার দুপুরে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে দেখা গেছে দলিল লেখার কাজে ব্যস্ত্ম রয়েছেন দলিল লেখকরা।সাব রেজিস্ট্রার অফিসে প্রতি সপ্তাহে দুদিন মঙ্গলবার ও বুধবার জমি দলিলের কার্যক্রম চলে। সাব রেজিস্ট্রার অফিসে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ত্ব বজায় রেখে মুখে মাস্ক ব্যবহার করে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে দলিল লেখক সমিতির কার্যক্রম চলছে বলেও দেখা দেখা যায়। উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সভাপতি মোঃ শফিউদ্দীন মোড়ল জানান,প্রতি সপ্তাহে দুদিন জমি দলিলের কার্যক্রম সুন্দর পরিবেশে চলে,এ সাব রেজিস্ট্রার অফিসে ১১০ জন সনদপ্রাপ্ত দলিল লেখক রয়েছে।উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শেখ আমিনুল ইসলাম জানান,সাব রেজিস্ট্রার অফিসের সনদপ্রাপ্ত দলিল লেখকদের দÿতা বৃদ্ধি এবং সেবাগ্রহীতাদের মানানুযায়ী সেবা বৃদ্ধির লÿে্য দলিল লেখক সমিতির পÿ থেকে প্রতিমাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলিল লেখক বলতে বুঝায় এমন ব্যক্তিকে যিনি সরকারি সনদপত্র গ্রহণ পূর্বক রেজিস্ট্রার অফিসে জনগনের পÿে দলিল মুসাবিদা করেন অথবা লিখে দেন।এটি কোন সরকারি চাকুরি নয় কিংবা দলিল লেখকগণ সরকারি চাকুরীজীবি নন। দলিল লেখার সাধারণ নিয়ম কানুন জানার পর সংশিস্নষ্ট জেলার জেলা রেজিস্ট্রার কর্তৃক সনদ গ্রহণ করে জনগনের প্রয়োজনে এবং তাদের নিকট থেকে গৃহীত পারিশ্রমিকের বিনিময়ে দলিল লেখাসহ বিভিন্ন কাজ করে থাকেন।