কেশবপুরে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী মুক্তি যোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। শুভসংঘের উদ্যোগে শুক্রবার সকালে সেই বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ গাজীকে সন্মাননা প্রদান করা হয়েছে। শুভসংঘের সভাপতি খন্দকার শফির সভাপতিত্বে প্রেসক্লাবের হলরুমে ওই মুক্তিযোদ্ধাকে সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, শুভসংঘের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল মজিদ, বজলুর রহমান খান, এনামুল হক কাজল, অধ্যক্ষ ফারুকে আজম, জৈষ্ঠ্য সহসভাপতি বাসুদেব সেনগুপ্ত, সাধারণ স¤পাদক প্রবীর সরকার, যুগ্ম স¤পাদক সুপ্রভাত বসু, প্রধান শিক্ষক প্রভাত কুন্ডু, নির্বাহী সদস্য অলিয়ার রহমান, কামরুজ্জামান রাজু, কালের কণ্ঠের কেশবপুর প্রতিনিধি নূরুল ইসলাম খান। ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ গাজী প্রথম কেশবপুর থানার পতাকা দন্ডে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। বর্তমান এ বীর মুক্তিযোদ্ধা অসুস্থ হয়ে উপজেলার সাতবাড়িয়া গ্রামের বাড়িতেই থাকেন। একই অনুষ্ঠানে কেশবপুরের দক্ষ নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধার সন্তান এম এম আরাফাত হোসেনকেও শুভসংঘের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।