কেশবপুরে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সাংস্কৃতিক জোটের নানা উদ্যোগ – magurarkotha.com

কেশবপুরে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সাংস্কৃতিক জোটের নানা উদ্যোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৯, ২০২১

কেশবপুরে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করতে সম্মিলিত সাংস্কৃতিক জোট নিয়েছে নানা উদ্যোগ। এ লক্ষে বুধবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভা থেকে কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, সংগঠনের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু। বিশেষ অতিথির বক্তব্য দেন, সংগঠনের জেলা কমিটির সাবেক সভাপতি হারুণ অর রশিদ ও সহ-সভাপতি দীপঙ্কর দাস রতন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শাখার সহ-সভাপতি ইন্দ্রজিৎ হালদার, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক উৎপল দে, অলোক বসু বাপী, উজ্জল ব্যানার্জী, অনুপম মোদক, সমীর দাস, অনিমেষ সাহা বাপী, সিরাজুল ইসলাম, আব্দুস সাত্তার, পিযুস দাস প্রমুখ।

error: Content is protected !!