কেশবপুরে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি আহত – magurarkotha.com

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি আহত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৪, ২০২২

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে কেশবপুর-কলাগাছি সড়কের বেতিখোলা এলাকায়।
এলাকাবাসী জানায়, রোববার একটি দ্রুতগতির ট্রাক উপজেলার কলাগাছি থেকে কেশবপুরে আসার পথিমধ্যে বেতিখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা দেয়। এ সময় গাড়ির পেছনের অংশ ঘুরে গেলে বাইসাইকেল আরোহী বেতিখোলা গ্রামের রফিকুল ইসলাম সানা সড়কের উপর পড়ে আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যাওয়ায় ভেতরে থাকা চালকও আহত হন। তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তার পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত রফিকুল ইসলাম সানার কাঁধের নীচের একটি হাড় ভেঙ্গে গেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

error: Content is protected !!