কেশবপুরে হকি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত – magurarkotha.com

কেশবপুরে হকি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৮, ২০২২

যশোর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচী- ২০২১-২২ এর আওতায় কেশবপুর উপজেলার গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে হকি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
হকি প্রতিযোগিতায় গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হকি দল ২-০ গোলে গড়ভাংগা ইসলামীয়া দাখিল মাদ্রাসা হকি দলকে পরাজিত করে জয়লাভ করে। গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ডাঃ সিদ্ধার্থ বসুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, বাংলাদেশ হকি ফেডারেশনের হকি কোচ হাসান রনি ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, আব্দুল হাকিম, নব-নির্বাচিত ইউপি সদস্য সালমা বেগম প্রমুখ।

error: Content is protected !!