কেশবপুরে হাডুডু টুর্নামেন্টের ফাইনালে মধ্যকুল চ্যাম্পিয়ন – magurarkotha.com

কেশবপুরে হাডুডু টুর্নামেন্টের ফাইনালে মধ্যকুল চ্যাম্পিয়ন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৪, ২০২১

কেশবপুরে শনিবার সন্ধ্যায় ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে কেশবপুরের মধ্যকুল দল ২-০ গোলের ব্যবধানে সারুটিয়া দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি-রামভদ্রপুর যুবসংঘের আয়োজনে স্থানীয় একটি মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত ওই হাডুডু টুর্নামেন্ট দেখতে সকাল থেকেই হাজারও মানুষ হাজির হন। পাঁজিয়া এলাকার নির্মাণ শ্রমিকের সভাপতি হারুনার রশিদ এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় অতিথি ছিলেন, পাঁজিয়া ইউনিয়নের সাবেক চেয়্যারমান মকবুল হোসেন মুকুল, মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম বুলু, নাজমুল ইসলাম প্রমুখ। খেলার ধারা বর্ননায় ছিলেন রফিকুল ইসলাম। খেলা শেষে অতিথিবৃন্দরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

error: Content is protected !!