কেশবপুর উপজেলার ১১ নং হাসানপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরকার কর্তৃক ১ থেকে ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধনকারীদের জন্য ফ্রি নিবন্ধন কার্ড বিতরণের কার্যক্রম শুরম্ন করা হয়েছে।
গত মঙ্গলবার ৮ মার্চ সকালে ও বৃহস্পতিবার ১০ মার্চ সকালে ইউনিয়নের ৮ জন শিশুর বাড়িতে যেয়ে তাদের পিতার মাতার হাতে ফ্রি নিবন্ধন কার্ড তুলে দেওয়াসহ মিষ্টিমুখ করান হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান।এসময় উপস্থিত ছিলেন,পরিষদের ইউপি সদস্য এসএম হেকমত আলী,কামরম্নজ্জামান,বুলবুল আহমেদ,আশরাফুজ্জামান,কলেস্নাল কুমার দাস,নূরনবী ছামনাদী,আশরাফুল সরদার,আতিয়ার রহমান,মোমিনুর রহমান পরিষদের সংরÿিত মহিলা ইউপি সদস্যসহ গ্রাম পুলিশ প্রমুখ। চেয়ারম্যান তৌহিদুজ্জামান সাংবাদিকদের জানান,১ থেকে ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধনকারীদের জন্য ফ্রি নিবন্ধন কার্ড বিতরণের কার্যক্রম চলমান থাকবে।