কেশবপুরে ১৯৫ শিশু পেল প্রাক বড় দিনের উপহার – magurarkotha.com

কেশবপুরে ১৯৫ শিশু পেল প্রাক বড় দিনের উপহার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৩, ২০২১

কেশবপুরে প্রাক বড় দিন উদযাপন উপলক্ষে শিশুদের উপহার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার জাহানপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন ১৯৫ শিশুকে উপহার হিসেবে দেওয়া হয় কম্বল ও মশারী। দক্ষিণবঙ্গের কালভেরী ব্যাপিস্ট চার্চের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাসের সভাপতিত্বে জাহানপুর চার্চের হলরুমে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু। বিশেষ অতিথির বক্তব্য দেন, চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে, কালভেরী ব্যাপিস্ট চার্চের ম্যানেজার প্রদীপ সিংহ, উজ্জ্বল দাস, হিসাবরক্ষক লেবিও গোলদার ও অনুপ বিশ্বাস। শিশুদের মাঝে পুরস্কার বিতরণের পর কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

error: Content is protected !!