কেশবপুরে ৬ জন আক্রান্ত – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

কেশবপুরে ৬ জন আক্রান্ত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২২

কেশবপুরে বুধবার নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  পরিসংখ্যানবিদ গৌতম দাস। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  সূত্রে জানা গেছে চলতি বছরের জানুয়ারি মাসের ১৫ তারিখ হতে ২৬ জানুয়ারি পর্যন্ত মোট ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্তরা আইসোলশনে আছেন।
প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়াও  করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত ও সচেতনতামূলক কার্যক্রম  পরিচালনা করে আসছে।

error: Content is protected !!