উৎসবমুখর পরিবেশে কেশবপুর ৬ নম্বর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত জনপ্রতিনিধিদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকালে পরিষদের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিষদে প্রথম সভা করার শুরুতেই নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা এই সভার সভাপতিত্ব করেন। ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ূন কবীরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, ইউপি সদস্য কামাল উদ্দীন, সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, রেজওয়ানুর রহমান, কামরুজ্জামান কামাল, স্বরজিৎ দাস, শহিদ কামাল মিঠু, রাশিদা বেগম, শাহানাজ বেগম, নাজমা খাতুন, উপজেলা গ্রাম পুলিশের সভাপতি আতিয়ার রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন, মাওলানা আব্দুর রশিদ। সভায় নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে সরকারি নির্দেশনা মোতাবেক বিভিন্ন কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।সভার শুরুতেই সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে টানা চারবার জয়লাভ করা আলাউদ্দীন আলাকে ফুল দিয়ে বরণ করে নেন পরিষদের সচিব হুমায়ূন কবীর। পরে নবনির্বাচিত ইউপি সদস্যদের গলায় ফুলের মালা পরিয়ে বরণ করে নেন গ্রাম পুলিশের সদস্যরা। গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে এ উপজেলায় ১১টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলেও কেশবপুর সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট কাটাকাটির অভিযোগে স্থগিত হয়ে যায়। ওই কেন্দ্রে গত ৭ ফেব্রুয়ারি পুনরায় ভোট হয়। এ ইউপির নির্বাচিত জনপ্রতিনিধিরা গত ৩০ মার্চ শপথ গ্রহণ করেন।