আর্ন্ত্মজাতিক মানবাধিকার সবাংবাদিক সংস্থার যশোর জেলা কমিটিতে কেশবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীকে ভাইস প্রেসিডেন্ট মনোনীত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বির্বৃতি দিয়েছেন কেশবপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংষ্কৃতিক সংগঠণের নের্তৃবৃন্দ।
বির্বৃতি দাতারা হলেন,কেশবপুর প্রেসকস্নাবের সভাপতি আশরাফ উজ-জামান খান, সহসভাপতি আব্দুস সাত্তার মোল্যা, আব্দুল হাই সিদ্দিকী, যুগ্ম সম্পাদক উৎপল দে, কোষাধ্যÿ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক শেখ শাহীন, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, সংবাদিক নুরম্নল ইসলাম খান, আব্দুল্যা আল ফুয়াদ,কে এম কবীর হোসেন,আব্দুর রাজ্জাক আব্দুল করিম প্রমুখ। অনুরম্নপ বির্বৃতি দিগয়েছেন সম্মিলীত সাংষ্কৃতিক জোটের সভাপতি ডাক্তার গোলাম মোস্ত্মফা, সাধাপরণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান,চারম্নপীঠ আর্ট স্কুলের সভাপতি মদন সাহা অপু, পরিচালক উৎপল দে প্রমুখ।