Dhaka 10:47 am, Friday, 23 January 2026

কয়রায় অকৃষিজ বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক মাস ব্যপী সেলাই প্রশিক্ষণ

কয়রায় নওয়াবেঁকি গনমুখী ফাউণ্ডেশন (এনজিএফ) এর পিপিইপিপি প্রকল্পের উদ্যােগে পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশনের সহযােগীতায় ও ইউরােপীয়ান ইউনিয়নের অর্থায়নে কয়রা সদর ইউনিয়নের ২৫ জন নারী সদস্যদেরকে অকৃষিজ বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক সেলাই মেশিন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতি সদস্যদরকে ১ টি করে সেলাই মেশিন বিনামূল্যে প্রদান করা হয়েছে। এ ছাড়া সেলাই মেশিনের উপকরণ সহ শিক্ষা বিষয়ক ছিট কাপড় দেওয়া হয়েছে। কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসার হলরুমে ৬ ফেব্রুয়ারী এই প্রশিক্ষণ শুরু করা হয়েছে। চলবে ১৩ মার্চ পর্যন্ত। প্রশিক্ষণের দায়িত্ব পালন করছেন কয়রা বাজারের ভিআইপি টেইলার্সের সত্বাধিকারী মােঃ ইব্রাহিম হােসেন ও নারী উদ্যােক্তা ফরিদা পারভীন। এতে সার্বিক সহযােগীতা করছেন নওয়াবেঁকি গনমুখী ফাউণ্ডেশনের ম্যানেজার মােঃ হাফিজুল ইসলাম, সহকারী কারিগরী কর্মকর্তা সুমঙ্গল কুণ্ডু ও সুব্রত রায় চৌধুরী।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ০৬/০৩/২২ ইং।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

admin

বাগমারা উপজেলার ১৩ নম্বর গোয়ালকান্দিতে ধানের শীষের প্রচারণা শুরু

কয়রায় অকৃষিজ বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক মাস ব্যপী সেলাই প্রশিক্ষণ

Update Time : 10:23:46 pm, Tuesday, 8 March 2022

কয়রায় নওয়াবেঁকি গনমুখী ফাউণ্ডেশন (এনজিএফ) এর পিপিইপিপি প্রকল্পের উদ্যােগে পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশনের সহযােগীতায় ও ইউরােপীয়ান ইউনিয়নের অর্থায়নে কয়রা সদর ইউনিয়নের ২৫ জন নারী সদস্যদেরকে অকৃষিজ বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক সেলাই মেশিন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতি সদস্যদরকে ১ টি করে সেলাই মেশিন বিনামূল্যে প্রদান করা হয়েছে। এ ছাড়া সেলাই মেশিনের উপকরণ সহ শিক্ষা বিষয়ক ছিট কাপড় দেওয়া হয়েছে। কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসার হলরুমে ৬ ফেব্রুয়ারী এই প্রশিক্ষণ শুরু করা হয়েছে। চলবে ১৩ মার্চ পর্যন্ত। প্রশিক্ষণের দায়িত্ব পালন করছেন কয়রা বাজারের ভিআইপি টেইলার্সের সত্বাধিকারী মােঃ ইব্রাহিম হােসেন ও নারী উদ্যােক্তা ফরিদা পারভীন। এতে সার্বিক সহযােগীতা করছেন নওয়াবেঁকি গনমুখী ফাউণ্ডেশনের ম্যানেজার মােঃ হাফিজুল ইসলাম, সহকারী কারিগরী কর্মকর্তা সুমঙ্গল কুণ্ডু ও সুব্রত রায় চৌধুরী।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ০৬/০৩/২২ ইং।