Dhaka 10:16 am, Friday, 23 January 2026

কয়রায় ফসলের মাঠ পরিদর্শন করলেন ইউএনও অনিমেষ বিশ্বাস

বাংলাদেশ কৃষি গভেষণা ইনস্টিটিউট, সরেজমিন গভেষণা বিভাগ খুলনার সার্বিক সহযােগিতায় কয়রার বিভিনন এলাকায় বিনা চাষে আলু, রসুন, সূর্যমুখী, গম, বার্লি, টমেটাে, বেগুন সহ নানা ধরনের ফসল উৎপাদন করেছে কৃষকেরা। ইতিমধ্যে ভালাে ফলন পেয়ে কৃষকরা উৎসাহিত হয়ে উঠেছে। গত শনিবার বিকাল ৩ টায় এ সকল ফসলের মাঠ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এ সময় তিনি ফসল উৎপাদন দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, এ সকল কৃষকদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযােগীতা করা হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, লেডিস ক্লাবের সভাপতি বিপাশা বিশ্বাস, প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, সরেজমিন গভেষণা বিভাগের এমএলটি সাইটের বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান প্রমুখ।

কয়রা,খুলনা প্রতিনিধি
তারিখঃ- ১৩/০৩/২২ ইং।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

admin

বাগমারা উপজেলার ১৩ নম্বর গোয়ালকান্দিতে ধানের শীষের প্রচারণা শুরু

কয়রায় ফসলের মাঠ পরিদর্শন করলেন ইউএনও অনিমেষ বিশ্বাস

Update Time : 03:22:27 am, Monday, 14 March 2022

বাংলাদেশ কৃষি গভেষণা ইনস্টিটিউট, সরেজমিন গভেষণা বিভাগ খুলনার সার্বিক সহযােগিতায় কয়রার বিভিনন এলাকায় বিনা চাষে আলু, রসুন, সূর্যমুখী, গম, বার্লি, টমেটাে, বেগুন সহ নানা ধরনের ফসল উৎপাদন করেছে কৃষকেরা। ইতিমধ্যে ভালাে ফলন পেয়ে কৃষকরা উৎসাহিত হয়ে উঠেছে। গত শনিবার বিকাল ৩ টায় এ সকল ফসলের মাঠ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এ সময় তিনি ফসল উৎপাদন দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, এ সকল কৃষকদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযােগীতা করা হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, লেডিস ক্লাবের সভাপতি বিপাশা বিশ্বাস, প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, সরেজমিন গভেষণা বিভাগের এমএলটি সাইটের বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান প্রমুখ।

কয়রা,খুলনা প্রতিনিধি
তারিখঃ- ১৩/০৩/২২ ইং।