কয়রায় ফসলের মাঠ পরিদর্শন করলেন ইউএনও অনিমেষ বিশ্বাস – magurarkotha.com

কয়রায় ফসলের মাঠ পরিদর্শন করলেন ইউএনও অনিমেষ বিশ্বাস

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৪, ২০২২

বাংলাদেশ কৃষি গভেষণা ইনস্টিটিউট, সরেজমিন গভেষণা বিভাগ খুলনার সার্বিক সহযােগিতায় কয়রার বিভিনন এলাকায় বিনা চাষে আলু, রসুন, সূর্যমুখী, গম, বার্লি, টমেটাে, বেগুন সহ নানা ধরনের ফসল উৎপাদন করেছে কৃষকেরা। ইতিমধ্যে ভালাে ফলন পেয়ে কৃষকরা উৎসাহিত হয়ে উঠেছে। গত শনিবার বিকাল ৩ টায় এ সকল ফসলের মাঠ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এ সময় তিনি ফসল উৎপাদন দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, এ সকল কৃষকদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযােগীতা করা হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, লেডিস ক্লাবের সভাপতি বিপাশা বিশ্বাস, প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, সরেজমিন গভেষণা বিভাগের এমএলটি সাইটের বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান প্রমুখ।

কয়রা,খুলনা প্রতিনিধি
তারিখঃ- ১৩/০৩/২২ ইং।

error: Content is protected !!