কয়রায় ফার্মেসীতে আগুন লেগে ওষুধ পুড়ে ছাই – magurarkotha.com

কয়রায় ফার্মেসীতে আগুন লেগে ওষুধ পুড়ে ছাই

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৯, ২০২১

কয়রা শাকবাড়ীয়া স্কুল এণ্ড কলেজ মোড়ে অবস্থিত জুবাইয়া ফার্মেসীতে ভয়াবহ আগুন লাগায় ৫/৬ লাখ টাকার বিভিন্ন প্রকার ওষুধ সহ আসবাবপত্র পুড়ে ছায় হয়ে গেছে।
জুবাইয়া ফার্মেসীর মালিক পল্লী চিকৎসক মোঃ হাসান গাজী জানায়, গত মঙ্গলবার রাত ৯ টার দিকে তিনি ফার্মেসী বন্ধ করে বাড়ি আসে। হঠাৎ রাত ৩ টার দিকে খবর পায় তার ওষুধের ফার্মেসীতে আগুন লেগেছে। তাৎক্ষণিক এলাকাবাসীর সহায়তায় আগুন নিভানো সম্ভব হলেও ফার্মেসীতে থাকা সব ওষুধ পুড়ে ছাই হয়ে যাওয়ার পাশাপাশি আসবাবপত্র পুড়ে যায়। এ সময় ফার্মেসীর ঘরের চালও আগুনে কিছু অংশ পুড়ে যায়। তিনি জানান এতে করে তার ৫/৬ লাখ টাকার বেশি ওষুধ পুড়ে গেছে।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ১৮/১১/২১ ইং।

error: Content is protected !!