আগামী ৩০ মার্চ খুলনার কয়রা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সাবেক ছাত্রলীগ সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলামকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করার দাবীতে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে।
উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইমদাদুল হক টিটুর নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ১১টায় মিছিলটি কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে সোমবার শ্রমিকলীগ, মঙ্গলবার ছাত্রলীগ একই দাবীতে উপজেলা সদরে মিছিল সমাবেশ করেন। সমাবেশে নেতৃবৃন্দরা উপজেলা আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী, ক্লিন ইমেজ খ্যাত পরীক্ষিত কর্মীবান্ধব তরুণ এ জনপ্রতিনিধিকে আগামী ৩০ মার্চ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করার জোর দাবী জানান উর্দ্ধতন সংশ্লিষ্ট নেতৃবৃন্দের নিকট।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ১১/০৩/২২ ইং।