কয়রায় বিশ্ব ভােক্তা অধিকার দিবস পালন – magurarkotha.com

কয়রায় বিশ্ব ভােক্তা অধিকার দিবস পালন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৮, ২০২২

কয়রা উপজেলা প্রশাসন ও জাতীয় ভােক্তা অধিকার অধিদপ্তরের উদ্যােগে বিশ্ব ভােক্তা অধিকার দিবস পালন উপলক্ষে সেমিনার ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
গত ১৫ মার্চ বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভপতিত্বে এ উপলক্ষে আলােচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এম. সাইফুল্লাহ, উপজেেলা কৃষি অফিসার মােঃ আছাদুজ্জামান, প্রাণী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, শিক্ষা অফিসার হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার সাগর হােসেন সৈকত, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, রিয়াছাদ আলী, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, সাধারন সম্পাদক আছাদুল হক প্রমুখ।

সুদরবনে বিষ প্রয়াগে করে মাছ
ধরার অপরাধে ৬ জেলে আটক

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ
সুদরবনে বিষ প্রয়াগে মাছ ধরার অপরাধে ৬ জেলেকে আটক করেছে বন বিভাগ।
এ সময় তাদের নিকটে থাকা অবৈধ জাল, ১০ বােতল ক্ষতিকর কীটনাশক সহ ২ টি নৌকা উদ্ধার করা হয়। জানা গেছে গত সামবার রাত ১০ টার দিকে সুন্দরবনের কােবাদক স্টেশন কর্মকর্তা মােঃ নাসির উদ্দিন ও সাতক্ষীরা স্মার্ট টিম লিডার জিয়াউর রহমানের নেতৃত্ব যৌথ অভিযান চালিয়ে আন্ধারমানিক নদীর কালিরখাল এলাকা হতে অবৈধ জাল, কীটনাশক, নৌকা সহ তাদরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কয়রা উপজেলার জােড়শিং গ্রামের মফিজুল গাজী, আঃ ছালাম সরদার, রােকনুজ্জামান, রুহুল আমিন, বিল্লাল গাজী ও পাতাখালী গ্রামের মহিবুল্যাহ গাজী। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। এদরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ১৫/০৩/২২ ইং।

error: Content is protected !!