খুলনা জেলায় ১৪ টি এলাকা “রেড জোন” ঘোষণা – magurarkotha.com

খুলনা জেলায় ১৪ টি এলাকা “রেড জোন” ঘোষণা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১৭, ২০২০

দেশে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ রুখতে খুলনার সিটি কর্পোরেশন এলাকা সহ ১৪টি এলাকা ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করেছে খুলনার সিভিল সার্জন। গতকাল (১৬ জুন) বিকালে খুলনার এসব এলাকাকে রেড জোনে আনার জন্য সুপারিশ করে খুলনা জেলা প্রশাসক ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে চিঠি দেয়া হয়েছে।

খুলনা সিভিল সার্জন অফিস থেকে জানা যায় রেড জোনের জায়গাগুলো হচ্ছে খুলনা সিটি কর্পোরেশনের ৮, ৯, ১৪, ১৬, ১৭, ১৮, ১৯, ২১, ২২, ২৪, ২৮ ও ৩০ নং ওয়ার্ড। সেই সাথে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি ও রূপসা উপজেলার আইচগাতি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

করোনা আক্রান্তের সংখ্যা বিবেচনায় উক্ত এলাকাগুলো তে লকডাউন ও সাধারণ ছুটির আওতায় আনা হতে পারে।

error: Content is protected !!