খেলার শুরুতেই পাক শিবিরে জোড়া আঘাত বাংলাদেশের – magurarkotha.com

খেলার শুরুতেই পাক শিবিরে জোড়া আঘাত বাংলাদেশের

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৭, ২০২১

টেস্টের দেড় দিনই গায়েব বৃষ্টির কারণে। অবশেষে শুরু হলো খেলা। বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ও শেষ ম্যাচের চতুর্থ দিনের খেলা গড়ালো মাঠে।

চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশকে আনন্দে ভাসালেন এবাদত হোসেন ও খালেদ আহমেদ। ফেরালেন সেট ব্যাটার আজহার আলিকে। আকাশে মেঘ, উইকেটে ময়েশ্চারকে কাজে লাগাতে দুই দিক থেকেই আনা হয়েছিল পেসার। আজহার আলির পরেই ৭৬ রান করা বাবরকে সাজঘরে ফেরান খালেদ আহমেদ।

শর্ট বলে আজহার আলিকে কুপোকাতের কৌশল বেছে নিয়েছিলেন এবাদত। একটা চার খেয়েছিলেন, তবে তাতেও দমে যাননি। পরে একটু নিচু হয়ে আসা সেই ‘শর্ট বলেই’ সর্বনাশ হলো আজহারের। পুল করতে গিয়ে ব্যাটে বলে হয়নি, বল ব্যাটের কোণায় লেগে উঠে যায় আকাশে, তারপর অনায়াসেই তা গিয়ে জমা পড়ে লিটন দাসের হাতে। বাংলাদেশ পেয়ে যায় দিনের প্রথম উইকেটের দেখা।

অন্যদিকে পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজমকে এলবিডব্লিউ এর ফাদে ফেলে প্রথম টেস্ট উইকেট তুলে নেন খালেদ।

error: Content is protected !!