ডেস্ক রিপোর্ট : পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে বাড়ির পাশে খালেকের ছেলে জাহাঙ্গীরের দোকানে চকলেট কিনতে গেলে। বাড়ির ফিতরে ডেকে নিয়ে ঘরের ভিতর আটক করে ওই পোশাক শ্রমিককে। পরে তার ওরনা দিয়ে হাত-পা ও মুখ বেধে তিন জনে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের ভিডিও মোবাইল ধারণ করে। পরে বিষয়টি কাউকে জানালে ধরণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়। পরে ওই পোশাক শ্রমিক অসুস্থ্য হয়ে পড়লে বিষয়টি জানা জানি হয়। মঙ্গলবার রাতে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করলে আকাশকে গ্রেফতার করে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় ভূক্তভোগী নারী মামলা দায়ের করেছেন। একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। ওই পোশাক শ্রমিককে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।