পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চলমান ও সমাপ্ত বিভিন্ন উন্নয়ণ প্রকল্পের পরিদর্শন, ভিত্তি প্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া- মোনাজাতে অংশগ্রহন করেন পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু।
শনিবার বিকালে ভান্ডারিয়া উপজেলার পৌর শহরের টিএনটি সড়কের সংস্কার কাজের উদ্বোধন এবং ইকড়ি বাস স্টান্ড সংলগ্ন ব্রিজের উদ্ভোদন করেন ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রসিদ খসরু, জাতীয় পার্টি-জেপির যুগ্ন-আহবায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, ছাত্রলীগের আহবায়ক রিসান সিকদার, যুগ্ন আহবায়ক আল-আমিন সর্দার সহ আরও অনেকে।