চুরি যাওয়া ট্রাকসহ মাগুরা থেকে  গ্রেফতার ০১(এক) – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

চুরি যাওয়া ট্রাকসহ মাগুরা থেকে  গ্রেফতার ০১(এক)

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৪, ২০২১

ইং-২৩/১২/২১ তারিখ রাত্র ১১ ঘটিকায় ট্রাকটির মূল মালিক মোঃ জয়েনউদ্দীন মন্ডল(৬৪),পিং-মৃত জুমাত আলি মন্ডল, সাং-ধোপাঘাটা গোবিন্দপুর, থানা+জেলা-ঝিনাইদহ তাহার নিজ বাড়ির সামনে ঢাকা মেট্রো-ট-১৪-১২২৪ হলুদ রং এর ০৬ চাকা বিশিষ্ট ট্রাকটি রেখে ঘুমাতে যান এবং তাং- ২৪/১২/২১ ভোর ০৪.৩০ ঘটিকার দিকে তার ট্রাকটি আর দেখতে না পেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দেন এবং ঝিনাইদহ সদর থানায় তৎক্ষনাথ একটি অভিযোগ দাখিল করেন। এমতাবস্তায় মাগুরা ডিবি পুলিশের একটি চৌকশ টিম গোপন সংবাদ প্রাপ্ত হয়ে মাগুরা ভায়না মোড় হতে উক্ত চুরি যাওয়া ট্রাকটি সহ আটককৃত চোর (১)স্বাধীন বিশ্বাস(২২),পিং-মৃত ইব্রাহীম বিশ্বাস,সাং-সাপখোলা,থানা-শৈলকুপা, জেলা-মাগুরাকে হেফাজতে নেওয়া হয়। বর্তমানে উক্ত ট্রাকটি পুলিশ লাইন, মাগুরায় এবং আসামী ডিবি পুলিশের হেফাজতে আছে। ট্রাকটির মালিক ট্রাকটি সনাক্ত করেছে এবং ঘটনাস্থল ঝিনাইদহে হওয়ায় ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেন। ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

error: Content is protected !!