বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকল ১১টার সময় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালীতে প্রধান অতিথি ছিলেন, যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাঃ মোঃ নাসির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট’র মহাসচিব সাইফুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, উপজেলা শাখার সভাপতি সাজ্জাদ নুরুল হক বিন্তু, সিনিয়র সহ সভাপতি শাহানুর কবির হ্যাপি, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল, যুগ্ম সম্পাদক বাবুল আখতার বাবু, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাব্বি, কোষাধ্যক্ষ শাকিল আহমেদ মিলন, প্রচার সম্পাদক রত্না বেগম প্রমুখ। উল্লেখ্য র্যালী শেষে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ঝিকরগাছা উপজেলা শাখার নিজেস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।