যশোরের ঝিকরগাছায় ২০২১-২২ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় মৎস্য আইন ও বিধিমালা বাস্থবায়নে ২০জন সদস্যদের ( সাংবাদিক, মৎস্য ব্যবসায়ী ও মৎস্য খাদ্য বিক্রেতা) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের বাস্তবায়নে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সত্যজিৎ সানা, রাজস্ব ক্ষেত্র সহকারী জাকির হোসেন, ইউনিয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী ইস্রাফিল হোসেন, সংবাদকর্মী আতাউর রহমান জসি, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম বাবুল, এমআর মাসুদ, আবু সাঈদ মিলন, আফজাল হোসেন চাঁদ,শাহাবুদ্দিন মোড়ল, রেজওয়ান বাপ্পী, মিঠুন সরকার, শাহ জামাল শিশির, হান্নান হোসেন, কেএম ইদ্রিস আলীসহ মৎস্য ব্যবসায়ী ও মৎস্য খাদ্য বিক্রেতা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ পরিচালনা করনে, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ।