ঝিনুক টিভি ডেস্ক-
ঝিনাইদহ সরকারী কেসি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সোহেল রানা সেতু দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। সোমবার দুপুরে ঝিনাইদহ শহরে যাওয়ার কথা বলে সোহেল বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ রয়েছে। তাকেও আর খুজে পাওয়া যাচ্ছে না। সোহেল রানা সেতু ঝিনাইদহ শহরের হামদহ কাঞ্চনপুর পাড়ার রবিউল করিমের ছেলে। তিনি সরকারী কেসি বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। এ ব্যাপারে সোহেলের পিতা রবিউল করিম সোমবার রাতে ঝিনাইদহ সদর থানায় জিডি করেছেন। জিডি নং ১১৯২। ভাই মিথুন জুয়েল বাবু জানান, সোহেলের শোকে পরিবারের সবাই কান্নাকাটি করছে। পিতা রবিউল করিম জানান, তার ছেলে কারো সাথে মেশে না। ফুসলিয়ে কেও তাকে নিয়ে যেতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন। একটি সুত্রে জানা গেছে মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামের নুরুল হুদার মেয়ে মরিয়ম আক্তার রিপার সাথে সোহেলের প্রেমের সম্পর্ক ছিল। রিপা হামদহ এলাকার তোফাজ্জেল হোসেন ম্যাটসের ছাত্রী। সেই সুবাদে রিপার সাথে একই এলাকার ছেলে সোহেলের সম্পর্ক হয়। মেয়ে পক্ষের লোকজন সোহেলকে ফুসলিয়ে ডেকে নিয়ে আটকিয়ে রাখা অথবা হত্যা করতে পারে এমন আশংকা করছে সোহেলের পরিবার। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে জিডি করার পর আমরা দেশের সব থানায় ম্যাসেজ প্রেরণ করেছি। সোহেলের সন্ধান পেলে তার পিতার ০১৭৩০৯৬৭৮৭৫ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।