টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বেলা সাড়ে ১১টার পর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এর আগে শ্যামনগর থেকে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় পৌঁছালে নরেন্দ্র মোদিকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।
টুঙ্গিপাড়া থেকে নরেন্দ্র মোদি যাবেন গোপালগঞ্জের ওড়াকান্দিতে। সেখানে মতুয়া সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর নরেন্দ্র মোদি মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দেবেন। এরপর আবার ঢাকায় ফিরে আসবেন মোদি।
এর আগে তিনি সকাল ১০টায় হেলিকপ্টারযোগে শ্যামনগরে পৌঁছান তিনি। সেখানে পৌঁছেই তিনি সাড়ে ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দিরে যান এবং পূজা-অর্চনা করেন। পরে তিনি হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে মতবিনিময় করেন।।