জি এম নূরুন্নবী হাসানঃ ডিআরআরএ এর আয়োজনে সিবিএম এর আর্থিক সহযোগিতায় সিসিডিআইডিআরএম প্রকল্পের আওতায় আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৩০ জন প্রতিবন্ধী উপকারভোগীর কারো সহায়ক উপকরণ প্রয়োজন কিনা, প্রয়োজন হলে তা কী এবং তার মাপ কত হবে এসকল বিষয় নিরুপণ ও পরিমাপ বিষয়ে আটুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর অন্তর্গত ১৪৬ নং বিড়ালাক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত একটি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে প্রতিবন্ধীতা সনাক্তকরণ, নিবন্ধন এবং রেফারাল এর দায়িত্ব পালন করেন পিআইএইচআরএস – ২ প্রকল্প থেকে সহকারী ফিজিওথেরাপিস্ট জিনাফা আক্তার ও সহায়ক উপকরণ নির্বাচন ও পরিমাপের দায়িত্ব পালন করেন ডিআরআরএ এর ইমক্লুশন ম্যানেজার ও ফিজিওথেরাপিস্ট জনাব নীলোৎপল মন্ডল।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন সিসিডিআইডিআরএম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব সায়েলাতুল হক, ডাটা এন্ড ডকুমেন্টেশন অফিসার জনাব অসিত দেবনাথ, মাঠ সমন্বয়কারী জনাব নুরুন্নবী হাসান ও জনাব রামপ্রসাদ মিস্ত্রি এবং আটুলিয়া ও বুড়িগোয়ালিনী থেকে ৪ জন কম্যুনিটি ভলান্টিয়ার – প্রদীপ, কমলেশ, স্বপন ও বিপুল। অনুষ্ঠানে আগত প্রতিবন্ধীদের মধ্যে ৮ জনের বিস্তারিত পরিমাপ নেয়া হয় এবং সহায়ক উপকরণের জন্য সমাজসেবা অধিদফতর এর সাথে যোগাযোগ এর সিদ্ধান্ত গৃহীত হয়।