খুলনার ডুমুরিয়ার কৃষি অফিসার মোঃ মোছাদ্দেক হোসেন বিশ্ব মৃত্তিকা দিবসে এ্যওয়ার্ড পেলেন ।
রবিবার সকাল ১০ টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সভা কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে থেকে লবণাক্ত এলাকায় কৃষিতে অসাধারণ অবদান রাখায় পুরস্কার দেন বাংলাদেশ কৃষি মন্ত্রনালয়ের মাননীয় কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। ওই সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শাহাবুদ্দিন, মাননীয় মন্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়, মোঃ মেসবাহুল ইসলাম, সিনিয়র সচিব কৃষি মন্ত্রনালয়, ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, অতিরিক্ত সচিব সম্প্রসারন জনাব হাসানুজ্জামান কল্লোল, এফএও প্রতিনিধি রবার্ট গিিসন, ডিএই, বারি, ব্রি, বিনা, আখ গবেষণার মহাপরিচালকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসআরডিআই এর মহাপরিচালক বিধান ভান্ডার।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন বলেন, এই অর্জন ডুমুরিয়ার সকল কৃষকের। তিনি বলেন মাননীয় মন্ত্রী আমাকে পুরস্কৃত করায় আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আগামীতে এধরনের কার্যক্রম আরও বৃদ্ধি করব।