ডুমুরিয়া উপজেলার শহীদ সৃতি মহিলা কলেজ চত্বরে ডুমুরিয়া এস,আর, কল্যাণ সংগঠন কমিটির আত্মপ্রকাশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে এস আর কল্যাণ সংগঠনের সাবেক সভাপতি মনিরুজ্জান সরদার
এর সভাপতিত্বে, বিশ্বজিৎ মণ্ডল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়েছে। প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এস আর কল্যাণ সংগঠনের নবনির্বাচিত সভাপতি পরেশ মন্ডল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনিমেশ বিশ্বাস কোষাধ্যক্ষ এস আর কল্যাণ সংগঠন। এছাড়া উপস্থিত ছিলেন -বিশ্বজিৎ বাছাড়,শাহ জালাল, রাশিদুজ্জামান সরদার, রনি অধিকারী,মিজানুর রহমান সুমন,জগন্নাথ, সোহেল রানা,সাইদুল, মিঠুন দাস,মুন্না,রিপন,শাহিন, হেমন্ত রাহা, জুয়েল সহ প্রমুখ। আগামী ইংরেজি ১৭শে ফেব্রুয়ারি ২০২২ বার্ষিক বনভোজন সফল করার লক্ষে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।