ডুমুরিয়ায় ডিবি পুলিশের অভিযানে গাজাসহ আটক- ১ – magurarkotha.com

ডুমুরিয়ায় ডিবি পুলিশের অভিযানে গাজাসহ আটক- ১

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৯, ২০২১

খুলনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে ১০০গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ১জন মাদক  ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল সোমবার (২৭শে ডিসেম্বর)  রাত ১টার সময়  থানার গুটুদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) আল আমিন সংগীয় অফিসার ও ফোর্সসহ থানার গুটুদিয়া ইউনিয়নের পূর্ব ঝিলেরডাঙ্গা খুলনা – সাতক্ষীরা মহাসড়কের দক্ষিণ পাশে মোঃ রুহুল শিকদারের চায়ের দোকানের সামনে থেকে
 মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী শরীফ শাওন মাহমুদ (২৭), পিতা- মোঃ আইয়ুব আলী শরীফ থানা-ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর কে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
error: Content is protected !!