ডুমুরিয়া বাসীকে নতুন বছরের শুভেচ্ছা, জানিয়েছেন সাংবাদিক জাহাঙ্গীর আলম (মুকুল)
রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
/ ৩৫৬
বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ :
শনিবার, ১ জানুয়ারি, ২০২২, ৯:৫২ অপরাহ্ণ
সেয়ার করুনঃ
ডুমুরিয়া বাসীকে নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন, বেসরকারি স্যাটোলাইট টেলিভিশন চ্যানেল এস টিভির ডুমুরিয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম (মুকুল)। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,
২০২২ সালের আসছে প্রথম দিন। সবাইকে নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা। বিশ্বের কোটি কোটি মানুষের মত আমরাও আমাদের অগনিত দর্শকদের জানাই ‘হ্যাপি নিউ ইয়ার’। নতুন বছরটি আনন্দে, শান্তিতে ভরে উঠুক-এই প্রত্যাশা করি। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। – কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এ কথার মতই দুঃখ, কষ্ট সবকিছু কাটিয়ে নতুন জীবনের দিকে যাত্রার প্রেরণা নেবে মানুষ। নতুন বছরটি যেন সমাজ জীবন থেকে, প্রতিটি মানুষের মন থেকে সকল গ্লানি, অনিশ্চয়তা, হিংসা, লোভ ও পাপ দূর করে। রাজনৈতিক হানাহানি থেমে গিয়ে আমাদের প্রিয় স্বদেশ যেন সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে। সেই প্রত্যশা করে আবারও জানাই দেশবাসীকে অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন।