ঢাকায় কানাডার নতুন হাইকমিশনার লিলি নিকলস – magurarkotha.com

ঢাকায় কানাডার নতুন হাইকমিশনার লিলি নিকলস

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৫, ২০২১

বাংলাদেশে কানাডার নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন লিলি নিকলস। বর্তমান হাইকমিশনার বেনোই প্রেফনটেইনের স্থলাভিষিক্ত হবেন লিলি। প্রেফনটেইন যাবেন ভারতের বেঙ্গালুরে কানাডা মিশনের কনস্যুল জেনারেল হিসেবে। বৃহস্পতিবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলেনি জলি ঢাকাসহ মোট ১৭ জন কূটনীতিকের নতুন দায়িত্ব ঘোষণা করেন।

লিলি নিকলস বর্তমানে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (উন্নয়ন গবেষণা ও শিক্ষা) হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি দীর্ঘদিন জাতিসংঘের অর্থনীতিবিদ হিসেবে সেন্ট্রাল আমেরিকা এবং নিউইয়র্কে দায়িত্ব পালন করেছেন।

error: Content is protected !!