তরুন শিক্ষানুরাগী এসএম বাহারুল ইসলাম কয়রার মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন – magurarkotha.com

তরুন শিক্ষানুরাগী এসএম বাহারুল ইসলাম কয়রার মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২২, ২০২১

খুলনার কয়রা উপজেলা সদরে অবস্থিত মদিনাবাদ দারুচ্ছালাম মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম।

২০ নভেম্বর সকালে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে এস এম বাহারুল ইসলামের নাম প্রস্তাব করা হলে ম্যানেজিং কমিটির সকল অভিভাবক সদস্য, দাতা সদস্য ও শিক্ষক প্রতিনিধিরা তাকে সমর্থন জানালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি নির্বাচিত হন।

সভাপতি নির্বাচিত হওয়ায় তরুণ শিক্ষানুরাগী এস এম বাহারুল ইসলাম স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি জানান,লেখাপড়ার মান ও অবকাঠামোগত উন্নয়ন, মাদ্রাসার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত মাদ্রাসা প্রতিষ্ঠা করাসহ মাদ্রাসার শৃঙ্খলা ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিধানে আমরা কার্যকর ভূমিকা রাখতে চাই।

তিনি আরো জানান, আওয়ামীলীগ সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক গুরুত্ব দিয়েছেন। গুণগত শিক্ষার প্রসারের মাধ্যমে ভাল ফলাফল অর্জন করে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আর যারা আমাকে সমর্থন দিয়ে এই পবিত্র দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি সকলের সহযোগীতা কামনা করি।
কয়রা খুলনা প্রতিনিধি
তারিখঃ- ২১/১১/২১ ইং।

error: Content is protected !!