দর্শনা সীমান্তে ৪ কেজির সোনার বার আটক করেছে বিজিবি – magurarkotha.com

দর্শনা সীমান্তে ৪ কেজির সোনার বার আটক করেছে বিজিবি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৫, ২০২১

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ভারতে পাচারকালে ৪ কেজি ওজনের ৪ টি সোনার বার আটক করেছে বিজিবি।

 

 

 

 

 

 

 

বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার সকাল দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বারাদী বিওপির নায়েক মোঃ জুলহাস উদ্দিন, পিবিজিএম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় সীমান্তের ৭৮ নম্বর মেইন পিলার হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রামনগর ঈদগাহ মাঠ নামক জায়গা থেকে মালিকবিহীন অবস্থায় ০৪ কেজি (৩৪২.৯৪ ভরি) ওজনের উন্নত মানের ৪ টি সোনার বার আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য-২,৫৭,২০,০০০/- (দুই কোটি সাতান্ন লক্ষ বিশ হাজার) টাকা।

 

 

 

 

 

 

 

আটক করা এ সোনা চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় নায়েক মোঃ জুলহাস উদ্দিন বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছে।

 

 

 

 

 

 

 

বিজিবি চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জামান পিবিজিএম পিএসসি এর সার্বিক তত্ত¡াবধানে এ অভিযান পরিচালিত হয়।

error: Content is protected !!