মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ঝরে পড়া ৩০ শিশুকে স্কুলে ফেরাল জেলা প্রশাসক মাগুরা শালিখায় অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে “এক পেট আহার অত:পর হাসি” এর পক্ষ থেকে খাবার বিতরণ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা ২০২৩ মাগুরার মহম্মদপুরে পুজা মন্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ মাগুরা জেলার তিন উপজেলা নির্বাহী অফিসারগনের বিদায় এবং সদ্য তিন উপজেলা নির্বাহী অফিসারগনের যোগদান উৎসবমুখর পরিবেশে চলছে বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচন ইসলামী ব্যাংক কামারখালী বাজার আউটলেটের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মহম্মদপুরের বিনোদপুরে সাপের কামড়ে গৃহ বধূর মৃত্যু! মহম্মদপুরের বাবুখালী পুলিশ ফাড়ির সামনে কেরাম বোর্ড খেলার নামে চলছে জুয়ার জমজমাট আসর জেলা প্রশাসক কর্তৃক মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন মাগুরায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ পালন বেদনায় ভরা দিন  শেখ হাসিনা  রোড ৩২, ধানমন্ডি মাগুরার মহম্মদপুরে গরীব ও মেধাবী মেয়ে শিক্ষার্থীদের মাঝে ২০০টি বাই সাইকেল বিতরণ মাগুরা টিটিসির আয়োজনে ডেঙ্গু প্রতিরোধী কার্যক্রম ও ক্যাম্পেইন অনুষ্ঠিত মাগুরা প্রশাসন পরিবারের দুইজন সদস্যের বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩ অর্জন! সারাদেশে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিআইবি জার্নালিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষার্থে বিশেষ মহড়ায় মাগুরা জেলা পুলিশ মহম্মদপুরে মাদক বিরোধী পৃথক পৃথক অভিযানে ৭২ পিচ ইয়াবা সহ০৩ জন মাদকব্যবসায়ী গ্রেফতার “মাগুরায় এক হাজার দুইশত বিশ পিস ইয়াবা উদ্ধার দুই মহিলা মাদকব্যবসায়ীসহ গ্রেফতার তিন”
Notice :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps  

দেশের গানে মুখর থাকবে গোটা মাস

বিনোদন ডেক্স / ৪০০ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ৬:১৮ অপরাহ্ন

বছর ঘুরে আবার এলো বিজয়ের মাস ডিসেম্বর। স্বাধীনতাকামী বাঙালির হৃদয়ে মাসটি মহা আনন্দের, মহা গৌরবের, অপার্থিব সৌরভের, একই সঙ্গে শোকেরও। প্রতিবছর এই মাসটি ঘিরে মুখর হয়ে ওঠে সংগীতাঙ্গন। স্টেজ শো, রেডিও-টিভি অনুষ্ঠান ছাড়াও শিল্পীরা ব্যস্ত হয়ে পড়েন অডিও-ভিডিওর গান নিয়ে। নতুন সুরে তৈরি হয় অনেক নতুন গান। মহান বিজয় দিবসকে সামনে রেখে তৈরি হয়েছে বিশেষ এক দেশের গান ‘লাল সবুজের ফেরিওয়ালা’। গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর ও সংগীতায়োজনে শোভন রায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন ১০ জন শিল্পী। তারা হলেন- লুৎফর হাসান, বাঁধন সরকার পূজা, বেলাল খান, তাসনিম আনিকা, অবন্তী সিঁথি, মাহতিম শাকিব, মাহদি সুলতান, তাসমি, ঈষিকা ও শোভন রায়। ডিসেম্বরের প্রথম দিন আজক ‘স্টুডিও প্রোটিউন বিডি’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে। দ্বিতীয়বারের মতো বিজয়ের সুরে নতুন এক্সপেরিয়েন্স ক্যাম্পেইন চালু করেছে রবি। এবার বিজয় দিবস উদযাপনে কয়েকজন কিংবদন্তী এবং বর্তমানের সংগীতশিল্পীদের নিয়ে জনপ্রিয় দেশাত্মবোধক গান ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’-এর নতুন সংস্করণ করা হয়েছে। গোবিন্দ হালদার রচিত এবং সমর দাসের সুরে গাওয়া এই গানটির নতুন সংস্করণ নির্বাচিত সংগীতানুরাগীদের পাশাপাশি পরিবেশন করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ডালিয়া নওশিন, আর্ক ব্যান্ডের হাসান, নেমেসিসের জোহাদ, শিরোনামহীনের তানজির তুহিন, চিরকুটের শারমিন সুলতানা সুমি এবং সাবরিনা পড়শী। এবারও গানটির নতুন সংস্করণ তৈরি করেছে মিউজিক কম্পোজার এবং চিরকুট ব্যান্ডের সদস্য পাভেল আরিন। এবারের বিজয় মাসের জন্য নতুন দুটি গানে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা রাজিব। প্রথম কণ্ঠ দেন ‘আমার প্রিয় দেশ’ শিরোনামের গানে। এটির কথা ও সুর করেছেন মাহবুবুল এ খালিদ ও সংগীতায়োজন করেছেন রোমান রহমান। এরপর কণ্ঠ দেন ‘ও আমার বাংলাদেশ’ শিরোনামে আরেকটি দেশাত্মবোধক গানে। এটির কথা ও সুর করেছেন সৈয়দ মইনুল হাসান। সংগীতায়োজন করেন সুজন আরিফ। রাজিবের সঙ্গে এই গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন ঝিলিক, সুজন আরিফ ও সিঁথি সাহা। এ ছাড়া সম্প্রতি রাজিব কণ্ঠশিল্পী অনুপমা মুক্তির সঙ্গে একটি দেশের গানে দিয়েছেন। গানটি হচ্ছে ‘জয় জয় জয়-ভয়কে করেছি জয়’। গানটি লিখেছেন মেফতাউল করিম, সুরও করেছেন তিনি। সংগীতায়োজন করেছেন শান। অনুপমা মুক্তি ও রাজিবের সঙ্গে আরও দুইজন এই গানে কণ্ঠ দিয়েছেন। তারা হচ্ছেন- দিনাত জাহান মুন্নী ও শান। চলতি মাসেই গানটি প্রকাশ হবে। এর বাইরে রাজিব স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ২ ডিসেম্বর অল কমিউনিটি ক্লাব এবং ৩ ডিসেম্বর নরসিংদীতে স্টেজ শো’তে সংগীত পরিবেশন করবেন। ১৬ ডিসেম্বরসহ চলতি মাসে অনেকগুলো স্টেজ শো আছে বলে জানান রাজিব। ৫০টি নতুন মৌলিক গান তৈরি করেছেন তরুণ সংগীতশিল্পী মুনতাসির তুষার। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গানগুলো তৈরি হলেও বিজয়ের মাস ডিসেম্বর থেকে প্রকাশ পাবে। এ মাসে প্রকাশ হবে ১০টি গান। প্রতি মাসে ১০টি করে মৌলিক গানের ভিডিও দেখতে পাবেন সংগীত-পিপাসুরা। প্রযোজনা প্রতিষ্ঠান ‘অক্ষর রেকর্ডসে’র আয়োজনে বিভিন্ন গীতিকারের লেখা গানগুলোতে সুর-সংগীত করেছেন মুনতাসির তুষার নিজেই। ভিন্নধর্মী গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, মেহরীন, বাদশা বুলবুল, প্রিয়াঙ্কা গোপ, পারভেজ সাজ্জাদ, ঐশীসহ আরও অনেকে। ব্যান্ড দলগুলোর সম্মিলিত সংগঠন ‘বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন’ (বামবা) উদ্যোগেই দেশের ৫০টি ব্যান্ড একত্র হয়ে একটি গান করেছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এই গানটির পরিকল্পনা করা হয়েছে। সেখানে অংশ নিয়েছেন ৫০টি ব্যান্ডের সদস্যরা। নগর বাউল জেমস ও প্রয়াত রকস্টার আইয়ুব বাচ্চু ছাড়াও ব্যান্ড মিউজিকের প্রায় সব তারকা অংশ নিয়েছেন এই গানে। এর মধ্যে আছেন- মাকসুদ, সাইদ হাসান টিপু, নাসিম আলী, নকীব খান, বাপ্পা মজুমদার, হাসান, হামিন আহমেদ, পার্থ বড়ুয়া, মানাম আহমেদ, লাবু রহমান, লিংকন, শেখ মনিরুল আলম টিপু, বেজবাবা সুমন, রাফা প্রমুখ। বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বরের আগেই বিশেষ গানটি প্রকাশিত হবে। পাকিস্তানি গায়ক শাফকাত আমানত আলী। মঞ্চের সামনে দর্শক আসনে বসে তার গানে কণ্ঠ মেলাচ্ছিলেন বাংলাদেশি সংগীতশিল্পী সিঁথি সাহা। চলতি বছরের ফেব্রম্নয়ারি মাসে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। সম্প্রতি গানটির ভিডিও টিজার প্রকাশিত হয়। আজ ১ ডিসেম্বর একযোগে সিঁথি সাহার ইউটিউব চ্যানেল, ফেসবুক ও মাছরাঙা টেলিভিশন ইউটিউব চ্যানেল এবং শাফকাত আমানতের ফেসবুক, ইনস্টাগ্রামে প্রকাশিত হবে গানের পুরো ভিডিও। এ ছাড়া বিজয় দিবসের বেশ কিছু অনুষ্ঠান করবেন সিঁথি সাহা। বিজয় দিবস উপলক্ষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ২৬টি গানের নতুন করে সংগীতায়োজন করছেন বাপ্পা মজুমদার। গানগুলো শোনা যাবে ১০০ শিল্পীর কণ্ঠে। আগামী ১৬ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের সামনে এক ঘণ্টার বিশেষ একটি লাইভ পারফরম্যান্স হবে, সেখানে এই গানগুলো পরিবেশিত হবে বলে বাপ্পা মজুমদার জানান। এ নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘কালজয়ী গানের নতুন সংগীতায়োজন এবং তা ১০০ শিল্পীকে দিয়ে গাওয়ানো চ্যালেঞ্জিং একটি কাজ। এরপরও চ্যালেঞ্জ নিয়েই কাজ করছি। আশা করছি, আমাদের এই প্রয়াস সার্থক হবে।’


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!